অরবিন্দ চক্রবর্তী
বার পড়া হয়েছে
প্রকাশিত :
সেপ্টেম্বর ২, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
অরবিন্দ চক্রবর্তী

পরশরীর বনাম অপর শরীর

কারও শরীর উদ্ভিদ, কারওটা খনিজ।
কোন বিহারে যে যাই!

বহু জনন পারাপার শেষে ফুটো জীবন নিয়ে পৃথিবীর মানুষ
একেকটা সোনার ছাগল, তবু এ জাতি খুশবু রঙের খুশি।

তা হোক, এবার বাজি ধরো যেকোনো শরীর নিয়ে। স্মরণে রাখবে,
শরীরকে যতবার শরীর জেনে সালাম করবে, নামতা শেষে গুণন পাবে পুরুষ;
পাশেই, তুমি এক গাহনভিত্তিক কৌতুকঘর।

প্রসাধন ঢালা হবে ধানী মাঠে; কাকাতুয়া খিল্লি করবে। খানিক বুঝবে,
এ এক অর্বাচীনের ঘুঙুর; বেকশুর নাচছে।

বিশদ সবুজকে বলবে, এ দেহ আমার। এমন জেনে রঙের সকল বিশেষণ
তোমাকে পেয়ে আহ্লাদিত যেন;
পরম আকাশ বিছিয়ে খুলে দেবে উদার বিস্তার।

অথচ, কোনো আরোহন ধরে লিখতে পারবে না অপর শরীরের মহিমা;
প্রতিটি চিহ্নে বর্ণন হবে ফোসকার ইতিহাস আর গুমোট রক্তের বিবমিষা।

menu-circlecross-circle