ঘুম: ৪

অসমাপ্ত চুম্বন রেখে চলে গেছে সৈনিক; প্রেমিকের কথা ভেবে শীতল বিছানায় অপেক্ষমাণ প্রেয়সী। তাঁর কাছে রাতের গল্প মানে- গলে পড়া ঘুমের ইতিহাস! এইসব অপার্থিব ঘুমের ঘরে মৃত্যু এসে ফিরে যায় অজানা বিভ্রমে।

আমাদের ঘুমগুলো পড়ে আছে যুদ্ধের মাঠে, ট্রেঞ্চে, কামানের বিস্ফোরিত গোলার গর্তে!

আসলে ঘুম একটা বিশ্বাসের নাম।

আকাশ থেকে ছুটে পড়া অবিস্ফোরিত গোলার সামনে দাঁড়িয়ে- মানুষ বাঁচার স্বপ্ন হারিয়ে ফেলে কি না! তা না জেনেই আমরা ওড়ালাম যুদ্ধ জয়ের পতাকা!

সঙ্গির খুলি উড়ে যাওয়া দেখেছিলো যে সৈনিক! সে কোনোদিন ঘুমাতে পেরেছিলো কি না! তা না জেনেই আমরা তাঁদের ভাতা নির্ধারণ করেছিলাম!

রাজনৈতিক স্লোগানে বাজিয়েছি ঘুমপাড়ানি মাসি-পিসির গান! ছেলে হারানো মাসি-পিসিরা রাজনীতি বোঝে না, তাঁরা বোঝে হারানো ঘুমের সন্ধানে কাটানো জীবন কতোটা মধুময়!

যুদ্ধ আসলে ঘুমের বিরুদ্ধে এক ধরণের প্রতারণা! স্বাধীনতা পেলেই মানুষ সবকিছু ভুলে যেতে পারে না! অথবা পারে হয়তো! পারেই তো!

© আহমেদ শিপলু

চলতি সংখ্যা