রাকিবুল ইসলাম
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ১০, ২০১৯
শেয়ার :
লেখক তালিকানির্দেশিকাশর্তাবলী
রাকিবুল ইসলাম

ওরা ধর্ষিত না

আমার অব্যক্ত কথাগুলো লিখতে চেয়েছিলাম
সাদা কাগজে লাল রক্তের কালি দিয়ে,
অনাদি বলেছিল কি হবে এসব ইতিহাস রচনায়?
আমার কপালের সিঁদুর পারবে ফিরিয়ে দিতে !
আমার অরুণ, তুলি,মলি,সায়ন্তিও জবানীকে
ফিরিয়ে দাও সুখের হাসিখুসি দিনগুলো,
কেন সেদিন দেখতে হয়েছিল লাশের স্তূপ?
আমি কি পেলাম, দেশ আমায় কি দিলো?
বারবার চিৎকার করে বলেছিল আমায় ছেড়ে দাও
হায়েনার দল তাদের নিয়ে ছিনিমিনি খেলেছিল,
প্রতিটা মেয়ে সম্ভ্রম হারিয়ে রাস্তায় পড়েছিল
রক্তমাখা লাশ নিয়ে বিচার চেয়েছিল অনাদি।
আজো আছে নরপিশাচ হায়েনার দল
কুরে কুরে খাচ্ছে রক্তচোষা বাদুড়ের মত
কবে পাবো শান্তি, মুছে যাবে চোখের জল।
৫২ এর ভাষা আন্দোলন দেখিনি, দেখিনি ৭১
আমি দেখেছি অনাদিকে,শুনেছি আর্তনাদ,
লাল সবজের পতাকা উড়ে ছিল রক্তে ভিজে
মুছে গেছে লক্ষ মায়ের ধর্ষিত মেয়ের অপবাদ।

ওরা ধর্ষিত না তোরা বাংলার অহংকার
যারা তামাশা করে তোঁদের নিয়ে
তারাকুলাঙ্গার।"

© রাকিবুল ইসলাম

menu-circlecross-circle