প্রত্যাবর্তন

নিস্তব্ধতায় চাপা পড়ে থাকা, 
আকাশে ঝড়োমেঘর গর্জন 
হঠাৎ প্রচন্ড জোরে বাতাস বইতে লাগল।

চারিদিকে অন্ধকারের হাতছানি,
বাতাসের সাথে মৃদু বৃষ্টির পরশ
মনপ্রাণ জুড়িয়ে দিচ্ছে,
পরক্ষণেই আতঙ্কে ছাপিয়ে তুলল
এক অদৃশ্য আলো ঝলকানি
এক মুহূর্তের জন্য সবকিছু আলোকিত করে
নিমিষেই গ্রাস করল অন্ধকারে
শুরু থেকে শেষ পর্যন্ত
একের পর এক চলতে লাগল
আলো আঁধারের খেলা আর 
তার সাথে তাল মেলাচ্ছিল কিছু রহস্যময়ী
অবাক করা শব্দের সমাহার।
কখনো  করে আতঙ্কিত 
কখনো বা পুলকিত,
আবশেষে এক পশলা বৃষ্টি জল 
সমস্ত উত্তেজনার সমাপ্তি ঘটাল
মনে হলো এ যেন এক অগ্নিযুদ্ধের পর
কারো বিজয়ীবেশে প্রত্যাবর্তন।

© ইমাম আব্দুল্লাহ হোসাইন

চলতি সংখ্যা