ফাগুণ

হলুদ আঁচলে শরীর ঢাকিনি
ও প্রিয় ফাল্গুন: ঢেকেছি বসন্ত,
যে গেছো চলে
বাগিচার পথে পথে ধূলির রেখায় রেখে
যাওয়া শিউলি, বকুল সুরভি সুর তোলে
নদীকূলে ফেপে উঠে ঢেউ…

ফাগুন এসে গেছে, এসে গেছে ফাগুন আবার
ওরে তোরা কে আছিস, দেখে যা দেখে যা
আঁচলে হাসনাহেনা, জু্ঁই, চাঁপায় লেগেছে আগুণ

ফুলের কাঁথা ফুলের বিছানায় এসো গন্ধক
গন্ধমের তলে: ফুলের মালা গেঁথে পড়াবো
যে আছে আমার প্রাণের কাছে;
আমার মতন ফাগুণবতী আর কে আছে!
চলে আয় চলে আয় গঙ্গা যমুনার ত্টে
মাখবো গায়ে বসন্তরেণু ছুটে আয় ছুটে আয়
ও সখি ফাগুণ বেলা চলে যায়…

© তিথি আফরোজ

চলতি সংখ্যা