বাজীকর

ধর ধর,
তোরা আজ বাজী ধর
এসেছে নতুন বীজে; নতুন বাজীকর।
মিছে ছোটাছুটি আর সত্য চিবুকে নল,
বাজীকর কহে-
অহে পিঁপড়ের দল; কত ঘাম দিবি আর স্বপ্ন বাঁধিতে বল।
আমি বাজীকর-
ভেদিয়া উঠিল দেখ- আমার সাহসী ছল।।

দম দম করে,
শাসিত শ্বাসের ঘরে,
কালো নিশ্চলা মেঘ; ঝরিল দুঃখীর ধরে।
বাজীকর কহে-
ওহে দুখ বিলাসীর দল; কত ভাসাবি জমিনে বন্ধ্যা নোনা জল।
আমি বাজীকর- ঈশানে উঠিছে দেখ; শত শুদ্ধ মেঘের দল।।

আহা অবলা নারী,
চলিছো কেন সারি সারি,
মুষ্টিবদ্ধ কেশে; কত না যাতনা রয়েছে ভারী।
বাজীকর কহে-
খোলো কেশ; নামো পথে কোমর বাধিয়া বেশ।
আমি বাজীকর- দিবো সম্মান; দিবো সমান তালের রেশ।।

ধর ধর,
তোরা আজ বাজী ধর,
এসেছে নতুন বীজে, নতুন বাজীকর।।

– সহন রুদ্র

চলতি সংখ্যা