বোধিবৃক্ষ

প্রেম অপ্রেমের দোলাচলে বোধিবৃক্ষের মৃদুমন্দ হাওয়া

দেখা যায় না যায় না ছোঁয়া। হাওয়া দোলা দেয় , বৌদ্ধপূর্ণিমার রাতে
মুখরিত আলোয় মাখামাখি জোছনা নাচে, শিরশিরিয়ে নেমে যায় পদচারণা।

সিসার কলকের মতো লম্বা টানের মিষ্টি ধোঁয়া সুড়সুড়ি জমা করে
বাম অলিন্দে। সোনার কাছাকাছি; একটা তামাটে হাসি চোখে ঝিলিক দিলে
সূর্য ডুবে যায়। অন্ধকার হয়ে গেলে:
আমরা ওলকচুর পাতা বিছিয়ে বিশাল আকাশে জায়গা খুঁজি
একটু জায়গা মিললেই ফুলে ফলে ভরে যেতো বন
হাড়িতে জিইয়ে রাখা মন মিঠাপানিতে
দে দোল দে দোল…

© তিথি আফরোজ

চলতি সংখ্যা