রক্তের ছলক

শংকা ভয় ধুকপুকানি বোমা
দুপুর দিকে শব্দ সাথে ধোমা,
এই আসছে পিকেটার, ইট-পাটকেল
ছুড়ছে, শব্দ হলো ঠাস পড়লো কত ঢেল।

ফপর দালাল তুইরে বেটা
হুরমুর হুরমুর, পুলিশ বলে পেটা,
মরলো দু:খি, মরলো ল্যাঙ্গা,
সুবিধাবাদির হাক, ধর বেটারে ঠ্যাঙ্গা।

ঢলক রক্ত, রক্তে ছলক
দল-বেদলের একটি পলক
টিভির পাতায় উঠলো ফুটে
লাশ পড়েছে ছ’শ।

কর্তা বাবু এলেন ছুটে,
কী চান তবে বলুন
থামান দেখি চ্যাটাম চ্যাটাম,
মরলো পুলিশ, মরলো কুলি
জবাব আছে ! জবাব নেই
হল কেন গুলি ?

– মেহেদী হাসান টিটু

চলতি সংখ্যা