লাভডুব

জীবের ভাবনা নেই
গ্রীষ্মের সীমানা ভেঙ্গে
সংঘাতে জড়াবে
জলসুখ

আমার আকাশে দিশাহীন রোদ
ভাসাবো ভোকাট্টা
নয়নে নয়নে
রেশমি কাগজ

সুতায় মাখাচ্ছি আঠা
সংঘাতে জড়ালে
 ঈগলের ডানা!

ভাসাবো ভোকাট্টা
জেগে দিতেছি পাহারা
– ঙলার নীলিমায়
দীপিত সম্ভ্রম

অনেক গুঞ্জনে-গুজবে প্রশস্ত
ওই লাভডুব
কে জানে কতোটা কাল আর
অধীর ফানুস বয়ে নেবে বাতাসের রথ?

– মোস্তফা মহসীন

চলতি সংখ্যা