সাবিনা পারভীন লিনা
বার পড়া হয়েছে
প্রকাশিত :
জানুয়ারি ২৪, ২০১৯
শেয়ার :
লেখক তালিকানির্দেশিকাশর্তাবলী
সাবিনা পারভীন লিনা

শব্দের যঠর ভাঙে

তুমি যখন বলো, কবিতা লিখবে-
কোথাও যেন হাসনাহেনা ফোটে
ঠুমরীর আবেশী সুরে।

তুমি যখন বলো, কবিতা লিখবে-
একটা তর্জনী কী মোলায়েম আদরে
পিঠের ঠিক মাঝখানে
বয়ে যাওয়া এক নদীর আহ্বান করে।
ধুসর চাদর ছুঁড়ে ফেলেে
আকাশ নিজেকে সাজায়।
বুড়িগঙ্গার কালি মাখা জল
ধবল শশ্রুষাকে কাছে ডাকে।
যদি তুমি বল কবিতা লিখবে,
বাউণ্ডুলে হবে।

© সাবিনা পারভীন লিনা

menu-circlecross-circle