ইমাম আব্দুল্লাহ হোসাইন
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ১৪, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
ইমাম আব্দুল্লাহ হোসাইন

সে ছলনাময়ী

আমার দৃষ্টিসীমায়, 
আমি শুধু খুঁজে চলেছি
এক এলোকেশী,
চঞ্চল অবয়বকে।
অপলক দৃষ্টিতে, 
তাকিয়ে রয়েছি 
তবু্ও সে প্রকট হল না।
নিরাশ চিত্তে ফিরে তাকাতেই
হঠাৎ সে এলোকেশী,
আমায় তার বিমোহিত
আলো আঁধারের খেলায় মাতিয়ে তুলল,
মুগ্ধ নয়নে আমি শুধু চেয়ে রইনু,

হঠাৎ এক ঝড়ো হাওয়ার আবেশে মুহূর্তের নিমেষে 
সে বিলীন হয়ে গেল,
সেই আঁধারের গহীনে
মরীয়া হয়ে খুঁজে চলেছি,
জানি খুঁজে পাব না আর।
তবুও শেষ কথাটা শোনার ইচ্ছেটা যে অপূর্ণ রয়ে গেল
আবারও সে আমায় ছলোনা করল,
সত্যি সে বড্ড ছলনামী।
এ যেন পূর্ণতায় অপূর্ণতার গ্লানি, 
আর আমার প্রাপ্তিতে এক অপুর্ব অপ্রপ্তি রয়েই গেল।

© ইমাম আব্দুল্লাহ হোসাইন

menu-circlecross-circle