অস্তিত্ববাদ

কবিতার জন্ম হবে…
মৃত্যু নিশ্চিত জেনেওꟷ
তাইতো জাল বুনে চলেছে মাকড়সা।
জঠরে বড় করে তুলছে বংশধর।
অনসনে থাকা সঙ্গমরত টিকটিকি
টিকটিক করে জানান দেয়ꟷ
বংশের অস্তিত্ব।
ছারপোকা আর উকুনেরা
প্রতিযোগিতায় নেমেছে ডিম ছাড়ার;
থেমে নেই মশারাও ।

কবিতার জন্ম হবে…
তাইতো প্রতিনীধি টিকিয়ে রাখতেꟷ
মানুষের ভিতরে বড় হচ্ছে মানুষ;
ইউরেনিয়াম জড়ো হচ্ছে ক্রমানুসারে।
ক্ষমতানুসারে নেওয়া হচ্ছে তেলের দখল।
আবিস্কার হচ্ছেꟷ
অস্তিত্ব মুছে ফেলার যন্ত্র।
প্রতিনীধির হাতে মৃত্যু হচ্ছে
আরেক প্রতিনীধির ।

© রাশেদ কিরণ

চলতি সংখ্যা