আহমেদ ফারুক
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ১৬, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
আহমেদ ফারুক

আমাদের ফিরতে হবে

যে বন্ধুটাকে ঠকিয়ে প্রথম এ শহরে এসেছিলাম
একদিন তার কাছেই ফিরতে হবে।

নির্ঘুম রাত কাটিয়ে একটা ঠাণ্ডা সকালে
প্রথম হৃদয় কাঁপিয়ে বলি ‘ভালোবাসি’
সেই নিঃস্পাপ প্রেমিকা আজ পাপী হলেও
একদিন তার কাছেই ফিরতে হবে

যে নারীর শরীরের উন্মক্ত মসৃনতায়
আমার প্রথম লাজুক অপরাধী শারীরিক ভ্রমণ
যাকে প্রতারকের মতো ছুড়ে ফেলেছিলাম অন্য নারীর টানে
একদিন তার কাছেই ফিরতে হবে

প্রথম চুম্বন শেষে বুঝেছিলাম- সব নারী প্রেমিকা হয় না।
মোহ আর ভালোবাসার ফারাক না বুঝে
যে মানুষ কাঁদে জনম জনম
একদিন তার কাছেই ফিরতে হবে

যে শরীর ছিল কেবলই আমার পবিত্র মন্দির
ধনুষ পাখিও জানে, আজ তা নিষিদ্ধ গন্দম।
আজ আমি পরাজিত, স্মৃতিময় সময়ের কাছে
তবুও জানি একদিন তার কাছেই ফিরতে হবে।

© আহমেদ ফারুক

menu-circlecross-circle