মজনু মিয়া
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ৩, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
মজনু মিয়া

ভাব দরিয়া

লাল হয়ে শরীরে জ্বালা ধরে যায়
কিছু আকাঙ্খার প্রাপ্তির জন্য,
মাছ যেমন জলে বাঁচে আরামে
সান্নিধ্য পাবার তৃষ্ণায় গণ্য।

কাম দেব নড়াচড়া করে মাথায়
সর্পের ভয়ে স্পর্শ করে না,
সবুর ধরে ম্যাওয়ার আশায়
অন্যথা মরণ বীণ যন্ত্রণা!

উষ্ঠ্যদেশে নিষ্ঠা রেখে জমিন সোজা
তাতেই ভাব দরিয়া রসে ভরা,
জোয়ার ভাটার প্রতীক্ষা করে করে
জীব দেহ্ শুকায় হবে খড়া!

© মজনু মিয়া

menu-circlecross-circle